পৃষ্ঠাসমূহ

বুধবার, ২০ নভেম্বর, ২০১৩

মন জানে আর কেউ জানে না

আমায় যত দুঃখ দিলা বন্ধুরে
আমার মাইট্টা দেহ কুলায় নারে কুলায় নারে কুলায় না
মন জানে আর কেউ জানে না

মন জানে আর কেউ জানে না
সোনা বন্ধুরে মন জানে আর কেউ জানে না।

ও বন্ধুরে আরে কাষ্ঠে লোহায় পীড়িত করে নৌকাটা ভাসিয়া চলে
দোহে মিলে যুক্তি করে শুকনায় রইলো না, তারা শুকনায় রইলো না
জলের বুকে ভাইসা বেড়ায় গো বন্ধু জলের বুকে ভাইসা বেড়ায় গো
বন্ধু তারার পীড়িত ভাঙ্গে নারে ভাঙ্গে নারে ভাঙ্গে না

মন জানে আর কেউ জানে না।
সোনা বন্ধুরে মন জানে আর কেউ জানে না

ও বন্ধুরে তোমায় পাইবো পাইবো পাইবো আশে
ইহজীবন জীবন গেল্ বিফলে প্রেমের রশি দিয়া গলায় হইলো কী লাঞ্ছনা
আমার হইলো কী লাঞ্ছনা
কলিজা হইয়াছে অঙ্গারে কলিজা হইয়াছে ছিদ্ররে
বন্ধু ধরলো ঘূণে ছাড়ালো নারে ছাড়ালো নারে ছাড়ালো নারে

মন জানে আর কেউ জানে না।
সোনা বন্ধুরে মন জানে আর কেউ জানে না

ও বন্ধুরে ওরে আর জানে জহুরী যারা
বেলা শিক্ষা গলায় দিয়া সোনার পাছায় সু আকা
তার লাগিরে ফানা বন্ধু তার জন্যে যে ফানা
যার জন্যে যার ভালবাসা রে বন্ধু যার সনে যার ভালবাসা রে
বন্ধু ব্যবহারে যায় চিনারে যায় চিনারে যায় চিনা

মন জানে আর কেউ জানে না।
সোনা বন্ধুরে মন জানে আর কেউ জানে না

ও বন্ধুরে আমায় কান্দাইলি এই ভবে ভাসাইলাম আল্লাহুতের নদী
এ জমন কাইন্দা আমি তোমায় পাইলাম না বন্ধু তোমায় পাইলাম না
জালালে চায় মনের মানুষরে বন্ধু জালালে চায় মনের মানুষরে
বন্ধু যার কোন নাই তুলনা রে তুলনা রে তুলনা রে

মন জানে আর কেউ জানে না।
সোনা বন্ধুরে মন জানে আর কেউ জানে না।।

নয়া বাড়ী লইয়ার বাইদ্যা লাগাইল বাইঙ্গন

ময়মনসিংহ গীতিকা
মহুয়া

নয়া বাড়ী লইয়ার বাইদ্যা লাগাইল বাইঙ্গন।
সেই বাইঙ্গন তুলতে কইন্যা জুড়িল কান্দন।।
কাইন্দ না কাইন্দ না কইন্যা না কান্দিয়ো আর।
সেই বাইঙ্গন বেইচ্যা দিয়াম তোমার গলায় হার গো তোমার গলার হার।।


নয়া বাড়ী লইয়ার বাইদ্যা লাগাইলো কচু।
সেই কচু বেচ্যা দিয়াম তোমার হাতের বাজু।।

নয়া বাড়ী লইয়ার বাইদ্যা লাগাইলো কলা।
সেই কলা বেইচ্যা দিয়াম তোমার গলার মালা গো তোমার গলার মালা।।

নয়া বাড়ী লইয়ার বাইদ্যা বানলো চৌকারী।
চৌদিকে মালঞ্চের বেড়া আয়না সারি সারি গো  আয়না সারি সারি ।।

হাস মারলাম কইতর মারলাম মাইছ্যা মারলাম টিয়া।
বালা কইরা রাইন্দো বেগুন কালাজিরা দিয়া গো কালাজিরা দিয়া।।

নয়া বাড়ী লইয়ার বাইদ্যা লাগাইল বাইঙ্গন।
সেই বাইঙ্গন তুলতে কইন্যা জুড়িল কান্দন।।
কাইন্দ না কাইন্দ না কইন্যা না কান্দিয়ো আর।
সেই বাইঙ্গন বেইচ্যা দিয়াম তোমার গলায় হার গো তোমার গলার হার।।

Add