পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫

কি জালা দিয়ে গেলা মোরে

কি জালা দিয়ে গেলা মোরে,
নয়নের কাজল পরানের বন্ধুরে , না দেখিলে পরান পোড়ে
কি দুঃখ দিয়ে গেলা মোরে,
নয়নের কাজল পরানের বন্ধুরে, না দেখিলে পরান পোড়ে
না দেখিলে পরান পোড়ে
না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালকের উপরে
সিথির সিন্দুরে রাখিব বন্ধুরে, সিথির সিঁদুরে রাখিব বন্ধুরে, ,
ভিড়িয়ে রেশম ডরে, ভিড়িয়ে রেশম ডরে
বন্ধু পরবাসী, পরের ঘরে আসি, এত ঘুমে কেন ধরে
ও . বন্ধু পরবাসী, পরের ঘরে আসি, এত ঘুমে কেন ধরে
কয়লা করে ধ্বনি, পহায়লো রজনী,
কয়লা , করে ধ্বনি, পহায়লো রজনী,
না ডাকি ননদিনীর ডরে
নারীর প্রেম গাছে , কি টানা কইরাছে,
বস্র খসি খসি পড়ে
কহে অস্কর আলী, সাধু শত জানি, কহে অস্কর আলী, সাধু শত জানি,
উদাসী বানাইল মোরে, উদাসী বানাইল মোরে

-অস্কর আলী

মন মজালে ওরে বাউলা গান

যা দিয়েছো তুমি আমায়
কি দেবো তার প্রতিদান?
মন মজালে ওরে বাউলা গান!..
অন্তরে আসিয়া যখন
দিলে তুমি ইশারা,
তোমার সঙ্গ নিলাম আমি
সঙ্গে নিয়া একতারা..
মন মানেনা তোমায় ছাড়া,
তোমাতে সঁপেছি প্রাণ..
মন মজালে ওরে বাউলা গান!..
আমার মন মজালে ওরে বাউলা গান!..
কি করে পাবো তোমারে
তাই ভেবে দিন-রজনী,
মনের কথা প্রকাশ করি
কথায় দিয়ে রাগিনী..
এস্কে দিল-দরিয়ার পানি
ভাটি ছেড়ে বয় উজান..
মন মজালে ওরে বাউলা গান!..
আমার মন মজালে ওরে বাউলা গান!..
তত্ত্বগান গেয়ে গেলেন
যারা মরমী কবি,
আমি তুলে ধরি দেশের
দুঃখ-দুর্দশার ছবি..
বিপন্ন মানুষের দাবি
করিম চায় শান্তির বিধান!..
মন মজালে ওরে বাউলা গান!..
আমার মন মজালে ওরে বাউলা গান!..
--শাহ আব্দুল করিম

Add