পৃষ্ঠাসমূহ

বুধবার, ২০ নভেম্বর, ২০১৩

মন জানে আর কেউ জানে না

আমায় যত দুঃখ দিলা বন্ধুরে
আমার মাইট্টা দেহ কুলায় নারে কুলায় নারে কুলায় না
মন জানে আর কেউ জানে না

মন জানে আর কেউ জানে না
সোনা বন্ধুরে মন জানে আর কেউ জানে না।

ও বন্ধুরে আরে কাষ্ঠে লোহায় পীড়িত করে নৌকাটা ভাসিয়া চলে
দোহে মিলে যুক্তি করে শুকনায় রইলো না, তারা শুকনায় রইলো না
জলের বুকে ভাইসা বেড়ায় গো বন্ধু জলের বুকে ভাইসা বেড়ায় গো
বন্ধু তারার পীড়িত ভাঙ্গে নারে ভাঙ্গে নারে ভাঙ্গে না

মন জানে আর কেউ জানে না।
সোনা বন্ধুরে মন জানে আর কেউ জানে না

ও বন্ধুরে তোমায় পাইবো পাইবো পাইবো আশে
ইহজীবন জীবন গেল্ বিফলে প্রেমের রশি দিয়া গলায় হইলো কী লাঞ্ছনা
আমার হইলো কী লাঞ্ছনা
কলিজা হইয়াছে অঙ্গারে কলিজা হইয়াছে ছিদ্ররে
বন্ধু ধরলো ঘূণে ছাড়ালো নারে ছাড়ালো নারে ছাড়ালো নারে

মন জানে আর কেউ জানে না।
সোনা বন্ধুরে মন জানে আর কেউ জানে না

ও বন্ধুরে ওরে আর জানে জহুরী যারা
বেলা শিক্ষা গলায় দিয়া সোনার পাছায় সু আকা
তার লাগিরে ফানা বন্ধু তার জন্যে যে ফানা
যার জন্যে যার ভালবাসা রে বন্ধু যার সনে যার ভালবাসা রে
বন্ধু ব্যবহারে যায় চিনারে যায় চিনারে যায় চিনা

মন জানে আর কেউ জানে না।
সোনা বন্ধুরে মন জানে আর কেউ জানে না

ও বন্ধুরে আমায় কান্দাইলি এই ভবে ভাসাইলাম আল্লাহুতের নদী
এ জমন কাইন্দা আমি তোমায় পাইলাম না বন্ধু তোমায় পাইলাম না
জালালে চায় মনের মানুষরে বন্ধু জালালে চায় মনের মানুষরে
বন্ধু যার কোন নাই তুলনা রে তুলনা রে তুলনা রে

মন জানে আর কেউ জানে না।
সোনা বন্ধুরে মন জানে আর কেউ জানে না।।

নয়া বাড়ী লইয়ার বাইদ্যা লাগাইল বাইঙ্গন

ময়মনসিংহ গীতিকা
মহুয়া

নয়া বাড়ী লইয়ার বাইদ্যা লাগাইল বাইঙ্গন।
সেই বাইঙ্গন তুলতে কইন্যা জুড়িল কান্দন।।
কাইন্দ না কাইন্দ না কইন্যা না কান্দিয়ো আর।
সেই বাইঙ্গন বেইচ্যা দিয়াম তোমার গলায় হার গো তোমার গলার হার।।


নয়া বাড়ী লইয়ার বাইদ্যা লাগাইলো কচু।
সেই কচু বেচ্যা দিয়াম তোমার হাতের বাজু।।

নয়া বাড়ী লইয়ার বাইদ্যা লাগাইলো কলা।
সেই কলা বেইচ্যা দিয়াম তোমার গলার মালা গো তোমার গলার মালা।।

নয়া বাড়ী লইয়ার বাইদ্যা বানলো চৌকারী।
চৌদিকে মালঞ্চের বেড়া আয়না সারি সারি গো  আয়না সারি সারি ।।

হাস মারলাম কইতর মারলাম মাইছ্যা মারলাম টিয়া।
বালা কইরা রাইন্দো বেগুন কালাজিরা দিয়া গো কালাজিরা দিয়া।।

নয়া বাড়ী লইয়ার বাইদ্যা লাগাইল বাইঙ্গন।
সেই বাইঙ্গন তুলতে কইন্যা জুড়িল কান্দন।।
কাইন্দ না কাইন্দ না কইন্যা না কান্দিয়ো আর।
সেই বাইঙ্গন বেইচ্যা দিয়াম তোমার গলায় হার গো তোমার গলার হার।।

বুধবার, ১ মে, ২০১৩

আমার হাড় কালা করলাম রে


আমার হাড় কালা করলাম রে
আরে আমার দেহ কালার লাইগা রে
ওরে অন্ত কালা করলাম রে দুর অন্তর পরবাসে
মন রে হাইলা লোকের লাঙ্গল বাকা জনম বাকা চাঁদ রে
তার চাইতে অধিক বাকা হায় হায় তার চাইতে অধিক বাকা
যারে দিছি প্রান রে দুর অন্ত পরবাসে
মন রে অরে কুল বাকা গাং বাকা
বাকা গাং এর পানি রে বাকা গাং এর পানি
সকল বাকায় বাইলাম নৌকা হায় হায়
সকল বাকায় বাইলাম নৌকা তবু বাকারে না জানি
রে দুর অন্ত পরবাসে মন রে
হাড় হইল জর জর আমার অন্তর হইল বুড়া
পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে
দুর অন্ত পরবাসে........


রবিবার, ২৮ এপ্রিল, ২০১৩

তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দিব না


দেযো ভূষণ

ওরে ছেড়ে দিলে সোনার গৌর
খেপা ছেড়ে দিলে সোনার গৌর
আমার আর পাব না, আর পাব না
তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দিব না (২)

ওরে ছেড়ে দিলে সোনার গৌর, আর পাব না
খেপা ছেড়ে দিলে সোনার গৌর, আর পাব না
না না আর পাব না
তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দিব না (২)

ভুবণ মোহন গড়া, কোন মণিজনার মনোহরা (২)
মণিজনার মনোহরা ... ... ...
ওরে  রাধার প্রেমে মাতুয়ারা
চাঁদ গৌর আমার -  রাধার প্রেমে মাতুয়ারা
ধূলায় যায় ভাই গড়াগড়ি
যেতে চাইলে যেতে দেব না
না না না যেতে চাইলে যেতে দেব না
না না যেতে দেব না
তোমায় হৃদয় মাঝে ... ... ...
তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না
তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না

যাব ব্রজের কূলে কূলে (২)
আমরা মাখবো পায়ে রাঙ্গা তুলি
মাখবো পায়ে রাঙ্গা তুলি
ওরে পাগল মন ... ... ...
যাব ব্রজের কূলে কূলে, মাখবো পায়ে রাঙ্গা তুলি
ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে (২)
চলে গেলে, চলে গেলে যেতে দেব না
না না যেতে দেব না
তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না
তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না

যে ডাকে চাঁদ গৌর বলে
ওগো ভয় কি গো তার ব্রজের কূলে
যে ডাকে চাঁদ গৌর বলে
ভয় কি গো তার ব্রজের কূলে
ভয় কি তার ব্রজের কূলে
ওরে দ্বিজ ভূষণ চাঁদে বলে (২)
চরণ ছেড়ে দেব না
না না ছেড়ে দেব না
তোমায় বক্ষ মাঝে ... ... ...
তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না
তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না

ওরে ছেড়ে দিলে সোনার গৌর, আর পাব না
খেপা ছেড়ে দিলে সোনার গৌর, আর পাব না
না না আর পাব না
তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না
তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না
তোমায় হৃদ মাঝারে ... ... ...


Add