পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১২

আমার হাড় কালা করলাম রে



আমার হাড় কালা করলাম রে
আরে আমার দেহ কালার লাইগারে
ওরে অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসে ||


ও মনো রে
হাইল্যা লকের লাঙ্গল বাকাঁ
জনম বাকাঁ চাদঁ রে||
তার চাইতে অধিক বাকাঁ হায় হায়
যারে দিছি প্রাণ রে
দুরন্ত পরবাসে

আমার হাড় কালা করলাম রে
আরে আমার দেহ কালার লাইগারে
ওরে অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসে ||

মনো রে
কূল বাকাঁ গাঙ বাকাঁ
বাকাঁ গাঙের পানি রে ||
সকল বাকাঁয় বায়লাম নৌকা হায় হায়
তবু বাকাঁ রে না জানি
দুরন্ত পরবাসে


আমার হাড় কালা করলাম রে
আরে আমার দেহ কালার লাইগারে
ওরে অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসে ||


মনো রে
হাড় হইলো জড়োজড়ো
আমার অন্তর হইল পোড়া রে ||
পিড়িতি ভাঙ্গিয়া গেলে হায় হায়
নাহি লাগে জোড়া রে
দুরন্ত পরবাসে


আমার হাড় কালা করলাম রে
আরে আমার দেহ কালার লাইগারে
ওরে অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসে ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Add