পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১২

শ্যামকালিয়া সোনা বন্ধুরে


শ্যামকালিয়া সোনা বন্ধুরে, ও বন্ধু
নিরলে তোমারে পাইলাম না, বন্ধু নিরলে তোমারে পাইলাম না।

ওই আমার মনে যত দুখঃ ছিলরে, বন্ধু
খুলিয়া কইলাম নারে বন্ধুরে, বন্ধু নিরলে তোমারে পাইলাম না,
শ্যামকালিয়া সোনা বন্ধুরে,
নিরলে তোমারে পাইলাম না, বন্ধু নিরলে তোমারে পাইলাম না।

ফুলের আসন ফুলের বসনরে,
আরে ও বন্ধু ফুলেরই বিছানা॥
হৃদকমলে শোয়াচন্দন ছিটাইয়া দিলাম না,
ও তোমার  হৃদকমলে শোয়াচন্দন ছিটাইয়া দিলাম না।
শ্যামকালিয়া সোনা বন্ধুরে,
নিরলে তোমারে পাইলাম না, বন্ধু নিরলে তোমারে পাইলাম না।

ক্ষীর ক্ষীরিয়া মাখন ছানারে,
আরে ও বন্ধু রসের ও কমলা।।
দুইও হস্তে চান্দো মুখেরে বন্ধু তুলিয়া দিলাম নারে বন্ধু
ওই আমার দুইও হস্তে চান্দো মুখেরে বন্ধু তুলিয়া দিলাম নারে,
বন্ধু নিরলে তোমারে পাইলাম না।

ভাইবে রাধারমন বলেরে আরে ওবন্ধু
মনে যেই বাসনা।।
তোমারও প্রিরিতে আমাইরে ওবন্ধু নইররিশা কইরো না।
ওরে তোমারও প্রিরিতে আমাইরে ওবন্ধু নইররিশা কইরো না।।

ওই আমার মনে যত দুখঃ ছিলরে, বন্ধু
খুলিয়া কইলাম নারে বন্ধুরে, বন্ধু নিরলে তোমারে পাইলাম না,
শ্যামকালিয়া সোনা বন্ধুরে, ও বন্ধু
নিরলে তোমারে পাইলাম না, বন্ধু নিরলে তোমারে পাইলাম না।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Add