পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১২

বসন্ত বাতাসে সইগো


বসন্ত বাতাসে সইগো
বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ
আমার বাড়ি আসে


বন্ধুর বাড়ির ফুলবাগানে
নানান রঙের ফুল
ফুলের গন্ধে মন আনন্দে
ভ্রমর হয় আকুল


বন্ধুর বাড়ির ফুলের বন
বাড়ির পূর্বধারে
সেথায় বসে বাজায় বাঁশী
মন নিল তার সুরে


মন নিল তার বাঁশীর তানে
রূপে নিল আঁখী
তাইতো পাগল আব্দুল করিম
আশায় চেয়ে থাকে


বসন্ত বাতাসে সইগো
বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ
আমার বাড়ি আসে

বসন্ত বাতাসে সইগো
বসন্ত বাতাসে॥



এই ছোট মেয়েটার গাওয়া গানটা সব থেকে বেশি ভাল লেগেছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Add