পৃষ্ঠাসমূহ

রবিবার, ১১ মার্চ, ২০১২

ও যার আপন খবর আপনার হয় না


ও যার আপন খবর আপনার হয় না
একবার আপনারে চিনতে পারলে যে, 
যাবে অচেনারে চেনা।।

সাঁই নিকট থেকে দূরে দেখায়,
যেমন কেঁশের আড়ে পাহাড় লুকায় দেখ না
আমি ঘুরে এলাম সারা জগৎ রে,
আমার মনের ঘোর তো যায় না।।

আত্মরূপে কর্তা হরি,
মনে নিষ্ঠা হলে মিলবে তার ঠিকানা
ও তুই বেদ - বেদান্ত, পড়বি যত রে,
ও তোর বাড়বে তত লগ্না।।

আমি আমি কে বলে মন, 
যে জানে তার চরণ শরণ লও না
ফকির লালন বলে মনের ঘোরে রে,
হলাম চোখ থাকিতে কানা।।

ও সে অমৃত সাগরের সুধা,
সুধা খাইলে জীবের ক্ষুধা তৃষ্ণা হয় না
ফকির লালন মরল জল পিপাসায় রে,
কাছে থাকতে নদী মেঘনা।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Add