পৃষ্ঠাসমূহ

রবিবার, ১১ মার্চ, ২০১২

কে কথা কয়-রে দেখা দেয়না


কে কথা কয়-রে দেখা দেয়না
হাতের কাছে নড়েচরে খুঁজলে জনম্‌ভর মেলেনা ...!

খুঁজি তারে আসমান-জমিন, আমারে চিনিনা আমি
এ-কী ভীষম ভুলে-ভ্রমি - আমি কোন-জন সে কোন-জনা?

হাতের কাছে নড়েচরে - খুঁজলে জমনভর মেলেনা ..

রাম রহিম বলছে যে জন, ক্ষিতি কি পবন জল কি হুতাশন। 
সুধাইলে তার অন্বেষণ মুর্খ দেখে কেউ বলেনা! 

হাতের কাছে হয় না খবর, কি দেখতে যাও দিল্লি লাহোর?
সিরাজ শা'য় কয় লালন রে তর সদাই মনের ভ্রম গেলো না।

হাতের কাছে নড়েচরে - খুঁজলে জমনভর মেলেনা ..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Add