পৃষ্ঠাসমূহ

শনিবার, ১ ডিসেম্বর, ২০১২

সর্বনাশা পদ্মা নদী



সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই
বল আমারে তোর কি রে আর
কুল কিনারা নাই, কুল কিনারা নাই
ও নদীর কুল কিনারা নাই।।

পাড়ির আশায় তাড়াতাড়ি
সকাল বেলা ধরলাম পাড়ি
আমার দিন যে গেল সন্ধ্যা হলো
তবু না কুল পাই।।

পদ্মারে তোর তুফান দেইখা
পরান কাঁপে ডরে
ফেইলা আমায় মারিসনা তোর
সর্বনাশা ঝড়ে।।

একে আমার ভাঙ্গা তরী
মাল্লা ছয়জন শল্লা করি
আমার নায়ে দিল কুড়াল মারি
কেমনে পাড়ে যাই।।



৩টি মন্তব্য:

  1. মুসাফির কে ধন্যবাদ লিরিকস্‌ টি দেওয়ার জন্য তবে লিরিকস্‌ টিতে বেশ কিছু ভুল আছে। সম্ভবতঃ এটি নোলোক এর গাওয়া গান থেকে নেওয়া হয়েছে। কারণ নোলোকই এক অন্তরার এক শেষ লাইন নিয়ে আর এক অন্তরার শেষ লাইন বানিয়ে গেয়েছেন। তা ছাড়া অন্যান্য ভুলও আছে যেমন 'পারের আশায়' (হবে 'পাড়ির আশায়'), 'ছল্লা করি' (হবে শল্লা করি)।

    সঠিক লিরিকস্‌ টি নীচে দেওয়া হলোঃ

    সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই
    বল আমারে তোর কি রে আর
    কুল কিনারা নাই, কুল কিনারা নাই
    ও নদীর কুল কিনারা নাই।।

    পাড়ির আশায় তাড়াতাড়ি
    সকাল বেলা ধরলাম পাড়ি
    আমার দিন যে গেল সন্ধ্যা হলো
    তবু না কুল পাই।।

    পদ্মারে তোর তুফান দেইখা
    পরান কাঁপে ডরে
    ফেইলা আমায় মারিসনে তুই
    সর্বনাশা ঝড়ে।।

    একে আমার ভাঙ্গা তরী
    মাল্লা ছয়জন শল্লা করি
    আমার নায়ে দিল কুড়াল মারি
    কেমনে পাড়ে যাই।।

    রফিক

    উত্তরমুছুন
  2. আপনাকে ধন্যবাদ। গান এর কথা ঠিক করে দেওয়া হল।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. স্বাগতম। তবে দুঃখিত যে আমারও একটু ভুল রয়ে গেছে। আশা করি ঠিক করে দিবেন।

      ফেইলা আমায় মারিসনা তোর
      সর্বনাশা ঝড়ে।

      ধন্যবাদ,

      রফিক

      মুছুন

Add