পৃষ্ঠাসমূহ

সোমবার, ১০ ডিসেম্বর, ২০১২

একদিন তোর হইবে মরণ

একদিন তোর হইবে মরণ
যমের দূতে আসিয়া তোমায় হাতে দিবে দড়ি
টানিয়া টানিয়া লইয়া যাবে যমেরও পুরি রে
সে সময় কোথায় রইব (তোমার) সুন্দর সুন্দর স্ত্রী
কোথায় রইব রামপাশা, কোথায় লৰণ ছিরিরে
করবায় নিরে হাছন রাজা রামপাশায় জমিদারী
করবায় নিরে কাপনা নদীর পারে ঘুরাঘুরিরে
(আর) যাইবায় নিরে হাছন রাজা রাজগঞ্জ দিয়া
করবায় নিরে হাছন রাজা দেশে দেশে বিয়ারে
ছাড় ছাড় হাছন রাজা, এ ভবের আশা
প্রাণবন্ধের চরণতলে, কর গিয়া বাসারে
গুরম্নর উপদেশ শুনিয়া হাছন রাজায় কয়
সব তেয়াগিলাম আমি, দেও পদাশ্রয় রে
হাছন রাজা একদিন তোর হইবে মরণ।


২টি মন্তব্য:

Add