পৃষ্ঠাসমূহ

শনিবার, ১৭ মার্চ, ২০১২

আধার ঘরে জ্বলছে বাতি


কি সন্ধানে যাই সেখানে আমি মনের মানুষ যেখানে
আধার ঘরে জ্বলছে বাতি দিবা রাতি নাই সেখানে।।
যেতে পথে কাম নদীতে পারি দিতে ত্রিবিনে
কতো ধনীর ভারা যাচ্ছে মারা পরে নদীর তোড় তুফানে।।
রসিক যারা চতুর তারা তারাই নদীর ধারা চেনে
উজান তরী যাচ্ছে বেয়ে তারাই স্বরূপ সাধন জানে।।
লালন বলে ম’লাম জ্বলে দিবানিশি জলে স্থলে
আমি মণি হারা ফণির মত হারা হইলাম পিতৃধনে।


1 টি মন্তব্য:

  1. লালনের সব গানই সেরা গান। আলাদা করে কি আর বলি? তবু এই গানটি যেন অতলকে স্পর্শ শুধু নয় একটি গাছঅও রুয়ে দেয়। কাজটা চালিয়ে যাও ভাই।

    উত্তরমুছুন

Add