পৃষ্ঠাসমূহ

রবিবার, ১৮ মার্চ, ২০১২

কেউ বলে শাহ আবদুল করিম কেউ বলে পাগল


কেউ বলে শাহ আবদুল করিম কেউ বলে পাগল। 
যার যা ইচ্ছা তাই বলে বুঝি না আসল নকল।।


জন্ম আমার সিলেট জেলায়
সুনামগঞ্জ মুহাকুমায়।।
বসত করি দিরায় থানায়।।
গায়ের নাম হয় উজানধল।


কেউ বলে শাহ আবদুল  করিম  কেউ বলে পাগল। 
যার যা ইচ্ছা তাই বলে বুঝি না আসল নকল।।

কালনী নদির উত্তর পাড়ে আছি এক কুড়ে ঘরে,
পোস্ট অফিস হয় ধলবাজারে ইউনিয়ন তাড়োল।


কেউ বলে শাহ আবদুল  করিম  কেউ বলে পাগল। 
যার যা ইচ্ছা তাই বলে বুঝি না আসল নকল।।

পিতার নাম ইব্রাহিম আলি
সোজা সরল আল্লাহর অলি
পীর মুরসিদের চরন ধুলি।।
করিমের সম্বল।

কেউ বলে শাহ আবদুল  করিম  কেউ বলে পাগল। 
যার যা ইচ্ছা তাই বলে বুঝি না আসল নকল।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Add