পৃষ্ঠাসমূহ

রবিবার, ১১ মার্চ, ২০১২

ক্ষ্যাপা তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়


ক্ষ্যাপা তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়।
আপন ঘর না বুঝে বাহিরে খুঁজে পড়বি ধাঁধায়।।
             আমি সত্য না হইলে
             হয় গুরু সত্য কোন কাজে
আমি যেরূপ দেখ না সেরূপ দীন দয়াময়।।
             আত্মরূপে সেই অ-ধর
             সঙ্গী অংশে কলা তার
ভেদ না জেনে বনে বনে ফিরিলে কি হয়।।
             আপনার আপনি না চিনে
             ঘুরবি কত ভুবনে
লালন বলে, অন্তিম কালে নাই রে উপায়।।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Add